IQNA

ইন্দোনেশিয়ায় শিয়া শিক্ষার্থীদের জন্য কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত + ছবি

18:45 - October 30, 2023
সংবাদ: 3474581
তেহরান (ইকনা): জাকার্তায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কুরআনিক তাবলীগ সেন্টারের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের জন্য কুরআন হেজফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

জাকার্তায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কুরআনিক তাবলীগ সেন্টারের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের জন্য ষষ্ঠতম কুরআন হেজফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাকার্তায় কেন্দ্রের শাখার প্রধান আবদুল্লাহ বেইক বলেছেন: একই সাথে মিলাদে নবী আকরাম (সাঃ)এর বরকতময় রাত, যার উদযাপন পুরো এক মাস ধরে ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে চলতে থাকে। ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত কুরআনিক তাবলীগ সেন্টারে পবিত্র কুরআন হেজফ করার জন্য বিশেষ কুরআন প্রতিযোগিতার আয়োজন করে।
তিনি যুক্ত করেছেন: এই প্রতিযোগিতায় 200 জনেরও বেশি ছাত্র ও ছাত্রী অংশগ্রহণ করেছে এবং প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কুরআনের শিক্ষক “আল-হাবিব হোসেন বিন হামিদ আল-আত্তাস” কুরআন ও সুন্নাহ মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং এই সকল শিক্ষার্থীগণ স্বতস্ফূর্তী ভাবে অংশগ্রহণ করার জন্য এবং কুরআনিক প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের ধন্যবাদ জানান।
 
 

 

captcha